News71.com
 International
 28 Aug 17, 12:26 PM
 175           
 0
 28 Aug 17, 12:26 PM

দীর্ঘ ৩০ বছর পর সিনেমা হলে ফিলিস্তিনিরা

দীর্ঘ ৩০ বছর পর সিনেমা হলে ফিলিস্তিনিরা

 

আন্তর্জাতিক ডেস্কঃদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় পর আবারও কোনো সিনেমা হলে গেল ফিলিস্তিনিরা। গাজায় গত শনিবার (২৫ আগস্ট) মাত্র এক রাতের জন্য এ সিনেমা প্রদর্শনীতে ভীড় করেন কয়েক হাজার ফিলিস্তিনি।অবরুদ্ধ উপকূলীয় অঞ্চলে কয়েক দশক ধরে বন্ধ হয়ে থাকা পুরনো সিনেমা হল 'দি সামির সিনেমা'য় এদিন একটি সিনেমার ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের দৃশ্য দেখানো হয়।
গত এক দশক ধরে ইসরাইলি অবরুদ্ধে বাস করা ২০ লাখ ফিলিস্তিনিদের জন্য গাজায় কোনো সিনেমা হল নেই। এ সিনেমা আয়োজনের একজন সংগঠক ঘাদা সালমি জানান, এ দিনের প্রদর্শনী মূলত গাজাতে সিনেমার ধারণাকে ফিরিয়ে নিয়ে আসার বড় ধরণের প্রচেষ্টা বলা যায়। একজন দর্শক জাওয়াদাত আবু রামাদান এখানে স্থায়ীভাবে সিনেমা প্রদর্শনের ব্যবস্থা দেখতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান, 'আমরা মানুষের মত বাঁচতে চাই, সিনেমার সাথে, সাধারণ চলাফেরা ও পার্কেও'
'দি সামির সিনেমা' হল ১৯৪৪ সালে প্রতিষ্ঠা হয়। এখানে ১৯৪৬ সালে হামাসের মুসলিম ব্রাদারহুডের গাজা শাখার প্রতিষ্ঠাকালীন সম্মেলনটিও অনুষ্ঠিত হয়। এরপর ১৯৬০ সালের দিকে এটি বন্ধ হয়ে যায়। ১৯৮০ সালের পর ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদার সময় বাকী সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়।
১৯৮৭ সালের এক সিনেমা হলে বড় ধরণের অগ্নি দুর্ঘটনা ঘটে, ধারণা করা হয় ইসলামী মৌলবাদীরা এর সাথে জড়িত যারা সিনেমাকে ধর্মবিরোধী মনে করে। সালমি জানান, এরপর আতঙ্কে বাকি সিনেমা হলগুলোও বন্ধ হয়ে যায়

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন