আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমার কর্তৃপক্ষ সেদেশের সন্ত্রস দমন আইন অনুযায়ী আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মিসহ (এআরএসএ) কিছু সশস্ত্র হামলাকারী গোষ্ঠীকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে ঘোষণা করেছে। গতকাল শুক্রবার দেশটির সন্ত্রাস দমন কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে একথা বলা হয়েছে। এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাসীরা মাংতু,ইয়েথেদং ও বুথিদংয়ে পুলিশ সদরদপ্তরসহ তাদের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে,সরকার এসব হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। সরকার তার সকল শক্তি নিয়োগ করে এসব সহিংসতা বন্ধ ও দুর্বৃত্ত এবং তাদের সহযোগীদের বিচারের আওতায় নিয়ে আসবে। এছাড়া রাখাইন রাজ্যের আঞ্চলিক উন্নয়ন, নিরাপত্তা, স্থিতিশীলতা, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে সরকার বিভিন্ন কমিটি গঠন করেছে বলেও জানানো হয়েছে।