News71.com
 International
 25 Aug 17, 09:31 AM
 165           
 0
 25 Aug 17, 09:31 AM

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ হত্যায় প্রথম শ্বেতাঙ্গের মৃত্যুদণ্ড কার্যকর  

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ হত্যায় প্রথম শ্বেতাঙ্গের মৃত্যুদণ্ড কার্যকর   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার অভিযোগে দীর্ঘ সময়ের পর এই প্রথম কোনো শ্বেতাঙ্গ অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ফ্লোরিডা অঙ্গরাজ্যে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় মার্ক জেমস অ্যাসে নামে সে ব্যক্তিকে প্রাণঘাতী ইঞ্জেকশনের মাধ্যমে এই দণ্ড কার্যকর করা হয়। সমালোচনা রয়েছে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের অপরাধের কঠোর শাস্তি হয় না। অন্যদিকে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেজন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর প্রমাণ দেখা গেছে পরিসংখ্যানেও।

সুত্র জানিয়েছে, ফ্লোরিডায় শ্বেতাঙ্গ হত্যার জন্য গত শতাব্দির ৭০ দশকের পর থেকে এখন পর্যন্ত ১৮ জন কৃষ্ণাঙ্গকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এ সময়ে কোনো শ্বেতাঙ্গের মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। চার দশক পর এবারই প্রথম শ্বেতাঙ্গের মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ড কার্যকরের সময় তার শরীরে যে ওষুধ প্রয়োগ করা হয়েছে সেটাও এর আগে কোন দণ্ড কার্যকরে ব্যবহার করা হয়নি। এতে মৃত্যু যন্ত্রণা কম হয় বলে জানায় পুলিশ। এর আগে যেসব ওষুধ ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেগুলোতে দণ্ডপ্রাপ্তদের যন্ত্রণা হয়েছিল বলে এবার ওষুধের সঙ্গে চেতনানাশক ব্যবহৃত হয়।

উল্লেখ্য ১৯৮৭ সালে জ্যাকসনভিল এলাকায় এক কৃষাঙ্গ এবং আরেক হিস্পানিক অভিবাসীকে খুনের দায়ে দোষি সাব্যস্ত হওয়ায় ৫৩ বছর বয়সী মার্ক জেমস আসায়কে মৃত্যদণ্ড দেন আদালত। মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর ৩০ বছর সে কারাভোগ করেন মার্ক। তিনি বর্ণবাদী এবং তার শরীরে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর উল্কি রয়েছে বলে জানা গেছে। ফ্লোরিডায় এ নিয়ে ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন