আন্তর্জাতিক ডেস্কঃ আবার আফগানিস্তানে আত্মঘাতী হামলা। হামলাকারীদের নিশানায় এবার কাবুলের শিয়া মসজিদ। আজ মসজিদে প্রার্থনা চলাকালীন বন্দুকবাজেরা হামলা চালায়। তাদের এলোপাথারি ছোঁড়া গুলিতে কমপক্ষে ১৪ জন মারা গিয়েছে। আহত হয়েছে আরও অনেকে। সুত্র জানায়, কাবুলের জামান মসজিদে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা জড়ো হয়েছিলেন। তখনই মসজিদের বাইরে বিকট বিস্ফোরণ হয়। এরপরই বন্দুকবাজরা মসজিদের ভিতর ঢুকে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে। পুলিশ জানিয়েছে হামলাকারীরা এখনও মসজিদের ভেতর আছে। তাদের ধরতে নিরাপত্তা বাহিনী মসজিদকে ঘিরে ফেলেছে।
আজ স্থানীয় সময় ১:১৫ মিনিটের দিকে মসজিদে হামলা চালায় বন্দুকবাজেরা। হামলাকারীরা চারজন ছিল বলে জানতে পারা গিয়েছে। তারা প্রত্যেকে পুলিশের পোশাকে ছিল। বন্দুকবাজদের সঙ্গে লড়াইয়ে দুজন পুলিশ কর্মী মারা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগেও ইসলামিক স্টেট আফগানিস্তানের সুন্নি মুসলিমদের লক্ষ্য করে আক্রমণ করেছে। গত মাসে কাবুলে অবস্থিত ইরাকের দুতাবাস লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়।