News71.com
 International
 25 Aug 17, 08:30 AM
 158           
 0
 25 Aug 17, 08:30 AM

গ্রেফতারি পরোয়ানা হওয়ায় দেশ ছেড়ে পালিয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক।।  

গ্রেফতারি পরোয়ানা হওয়ায় দেশ ছেড়ে পালিয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক।।   

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির উচ্চ আদালত। এরই মধ্যে আজ দুপুরে তিনি দেশে ছেড়ে পালিয়েছেন বলে তার দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা যায়। সূত্রটি জানিয়েছে,ইংলাক হঠাৎ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন। ইংলাকের বিরুদ্ধে দায়ের করা মামলার আজ রায়ের দিন ধার্য ছিল। তবে আদালতে এ দিন হাজির হননি ইংলাক। পরে আদালত রায়ের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করে।

উল্লেখ্য,ইংলাক স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন। ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানে ইংলাক সরকারের পতন ঘটে। চালে ভর্তুকি কর্মসূচি বিষয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে দায়ের করা এ মামলায় ইংলাক অভিযুক্ত হলে তার ১০ বছরের সাজা হতে পারে এবং তিনি আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন। দীর্ঘ-বিলম্বিত এই রায়কে কেন্দ্র করে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং ভবিষ্যতে রাজনৈতিক-বিভক্ত এই দেশটিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন