আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমানে বলিউডে বায়োপিকের ছড়াছড়ি। অন্য ছবির থেকে বক্স অফিসে ব্যবসাও বেশি দিচ্ছে বায়োপিক। এবার বায়োপিকের বিষয় হতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। ইন্ডাস্ট্রি সূত্রে খবর,সুষমা স্বরাজের চরিত্রে নাকি অভিনয় করতে পারেন টাবু। যদিও অভিনেত্রী জানিয়েছেন,এ ধরনের কোনও ছবি করা নিয়ে কারও সঙ্গে তার কথা হয়নি। তবে জানা যায় ফিল্ম নির্মাতা ধীরাজ কুমার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের জীবন নিয়ে বায়োপিক করতে আগ্রহী।
দিল্লির মেয়ে উজমা আহমেদ ইসলামাবাদ গিয়েছিলেন তাহির আলি নামে এক বন্ধুর বাড়িতে। তাহির তাকে জোর করে বিয়ে করেন। উজমার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পাকিস্তানের আদালতের দ্বারস্থ হয়ে অবশ্য উজমা সুবিচার পেয়েছিলেন। উজমাকে পাকিস্তানের আদালত ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুষমা স্বরাজ চলতি বছরের মে মাসে উজমাকে ভারতে ফিরিয়ে আনতে সমর্থ হন।
পাকিস্তান থেকে উজমাকে ফিরিয়ে আনার সেই কাহিনিকে কেন্দ্র করেই বিদেশমন্ত্রীর বায়োপিক তৈরি করতে চান পরিচালক। ছবিতে উজমা আহমেদের চরিত্রে দেখা যেতে পারে পরিণীতি চোপড়া বা তাপসী পান্নুকে। ছবিতে থাকতে পারেন অনিল কাপুরও। যদিও অভিনেতাদের তরফে এ নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। এই অভিনেতারাই ছবিতে থাকবেন কি না,তাও চূড়ান্ত নয়। ছবির শুটিং শুরু হতে পারে চলতি বছরের শেষ দিকে।