আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় গজনি প্রদেশের উপকণ্ঠে ছড়িয়ে পড়া সংঘর্ষে আটজন জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার রাজধানী কাবুলের ১২৫ কিলোমিটার দক্ষিণে এ সংঘর্ষ হয়। প্রদেশের সামরিক মুখপাত্র হানিফ রাজা এ কথা জানান। রাজা জানান,আজ শুক্রবার ভোরে গজনি নগরীর উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর কয়েকটি ফাঁড়ি লক্ষ্য করে তালেবান জঙ্গিরা হামলা চালালে সেখানে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে যুদ্ধ চলে। এতে আট জঙ্গি নিহত হয়। এ বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও নিহত হয়েছেন বলে সরকারি সূত্র জানায়। যুদ্ধে আরো পাঁচ জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রাজা।