News71.com
 International
 25 Aug 17, 02:07 AM
 191           
 0
 25 Aug 17, 02:07 AM

যৌন নিগ্রহ মামলায় আজ নির্ধারিত হবে গুরুজিখ্যাত হরিয়ানানার গুরমিত রাম রহিম সিংয়ের ভাগ্য

যৌন নিগ্রহ মামলায় আজ নির্ধারিত হবে গুরুজিখ্যাত হরিয়ানানার গুরমিত রাম রহিম সিংয়ের ভাগ্য

আন্তর্জাতিক ডেস্ক : বিচারের কাঠগড়ায় গুরু। আর তাতেই ক্ষেপে লাল ভক্তকুল! যৌন নিগ্রহ মামলায় আজ একটু পর অর্থাৎ বাংলাদেশ সময় ৩ টা নাগাদ নির্ধারিত হবে গুরমিত রাম রহিম সিংয়ের ভাগ্য। বিক্ষোভ সামাল দিতে মোতায়েন ১৫ হাজার আধাসেনা। তৈরি রাখা হয়েছে সেনাবাহিনীকে। প্রকাশ্য রাস্তায় শিষ্যদের গড়াগড়ি। কার্ফু, টাহলদারি। হরিয়ানার সিসারে টানটান চিত্রনাট্য। দুই মহিলা ভক্তকে যৌন নিগ্রহের মামলায় আজ রায় ঘোষণা করবে পাঁচকুলার CBI আদালত। সিসারেই রয়েছে ডেরা সাচ্চা প্রধানের মূল আশ্রম। রায় ঘোষণার আগের দিন থেকেই বাড়তে শুরু করে ভক্ত সমাগম। উত্তপ্ত হতে থাকে সিসার। অশান্তি এড়াতে রাতে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়। যদিও ইতিমধ্যেই ভিডিও বার্তায় ক্ষুব্ধ শিষ্যদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাম রহিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন