News71.com
 International
 25 Aug 17, 01:41 AM
 155           
 0
 25 Aug 17, 01:41 AM

ভেনিজুয়েলায় নতুন সংবিধান ইস্যুতে অনুষ্ঠিত হবে গণভোট।।    

ভেনিজুয়েলায় নতুন সংবিধান ইস্যুতে অনুষ্ঠিত হবে গণভোট।।      

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার নতুন সংবিধান প্রশ্নে অনুষ্ঠিত হবে গণভোট। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত নতুন সাংবিধানিক পরিষদ এ সংবিধান প্রণয়ন করবে। গতকাল বৃহস্পতিবার সরকারপন্থী আইনপ্রণেতারা একথা জানান। দেশটির সাংবিধানিক পরিষদের ৫৪৫ জন সদস্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা নতুন সংবিধানের খসড়া অনুমোদন করবেন এবং এরপর গণভোটের তারিখ নির্ধারণ করবেন। এদিকে মাদুরো বিরোধীদলের নতুন নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে বলেন,তিনি নতুন খসড়া সংবিধানের বিষয়টি ভেনিজুয়েলার জনগণের বিবেচনার ওপর ছেড়ে দেবেন।

এ সাংবিধানিক পরিষদের নেতা ও মাদুরোর সাবেক পররাষ্ট্রমন্ত্রী দেলসি রদ্রিগেজ গতকাল বৃহস্পতিবার বলেন,আগামী সপ্তাহ থেকেই আমরা নতুন সংবিধান রচনার কাজ শুরু করতে যাচ্ছি। এ পরিষদকে দুই বছর বহাল রাখার পরিকল্পনা রয়েছে। মাদুরো প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে নতুন পরিষদ ভেনেজুয়েলার শান্তি ও সমৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠা করবে। অপরদিকে দেশের অর্থনৈতিক সংকটে বিক্ষুব্ধ মাদুরো বিরোধীরা তার পদত্যাগের দাবি জানিয়ে বলেছেন,ক্ষমতা আরো কুক্ষিগত করতেই এ সাংবিধানিক পরিষদ গঠন করা হয়েছে। উল্লেখ্য,চলতি বছর ভেনেজুয়েলায় সরকারবিরোধী আন্দোলনে প্রায় ১৩০ জন নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন