আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বিমান হামলার হুমকি দিয়েছে ১০ বছরের একটি শিশু। জঙ্গি গোষ্ঠী আইএস তাদের ওয়েবসাইটে ইউসুফ নামের এ শিশুর বক্তব্য দিয়ে এ ভিডিওটি প্রকাশ করে। ভিডিওটি থেকে জানা যায়,শিশু ইউসুফ একজন মার্কিনি নাগরিক। সে দাবি করেছে,তার বয়স ১০ বছর এবং তার পিতা একজন মার্কিন সেনা যিনি এখন ইরাকে যুদ্ধ করছেন। সে আরও জানায়,দু’বছর আগে মায়ের সাথে সে আইএস নিয়ন্ত্রিত ইরাকে আসে। ভিডিওতে ইউসুফ বলে,আইএসের বিরুদ্ধে বিমান হামলা ধীরে ধীরে পশ্চিমদিকে অগ্রসর হচ্ছে এবং ট্রাম্পকে কথা দিচ্ছি তা শেষ হবে তাঁর মাটিতেই। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার বন্ধুদের বিরুদ্ধে সবেমাত্র যুদ্ধ শুরু হয়েছে।
ইতিমধ্যে ইউসুফ পরিচয় দানকারী এ শিশুর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে,ইউসুফ মরুভূমিতে আরেক শিশুর সাথে কার্তুজ ভর্তি রাইফেল নিয়ে খেলা করছে। সাত মিনিটের ভিডিওটিতে ইউসুফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ইহুদিদের পুতুল’ দাবী করে। তবে মার্কিন সরকারের মুখপাত্র হেদার নউর্য়াট বলেন,ভিডিওটি কতটা সত্য তা নিয়ে সন্দিহান আমরা। আমি নিশ্চিত করে বলতে পারছি না শিশুটি আদৌও মার্কিনি না অন্য কোনও দেশের। তবে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানো হবে।