News71.com
 International
 25 Aug 17, 10:35 AM
 234           
 0
 25 Aug 17, 10:35 AM

জাপান ও দক্ষিন কোরিয়ার কাছে রাশিয়ার বোমারু বিমান।।    

জাপান ও দক্ষিন কোরিয়ার কাছে রাশিয়ার বোমারু বিমান।।      

আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরে জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান পাঠিয়েছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার রুশ কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। উত্তর কোরিয়ার আকাশেও এই বিমান উড়েছে বলে জানা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,টুপলভ-৯৫ এমএস বোমারু বিমানটি নিরপেক্ষ জলসীমা দিয়ে উড়ে গেছে। এ সময় রাশিয়ার সুখোই-৩৫ এস বিমান এবং এ -৫০ সতর্কতা ও নিয়ন্ত্রণমূলক বিমান এটাকে প্রহরা দিয়েছে। এদিকে রাশিয়ার বিমান পাঠানোর পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপে বি-১ ও বি-৫২ নামের দুটি বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার বিমান দুটি যুক্তরাজ্যে পৌঁছেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন