News71.com
 International
 22 Aug 17, 10:03 AM
 171           
 0
 22 Aug 17, 10:03 AM

ইতালিতে ৪ মাত্রার ভূমিকম্প,নিহত ১ আহত ২৫  

ইতালিতে ৪ মাত্রার ভূমিকম্প,নিহত ১ আহত ২৫   

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির ইশচিয়া দ্বীপে ৪ মাত্রার ভূমিকম্প আঘাতের কমপক্ষে একজন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার ওই ভূমিকম্পে পর্যটন সমৃদ্ধ দীপটির ক্যাসামিচ্চিওলা শহরে কমপক্ষে ১০টি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষয়ক্ষতির ছবি ছড়িয়ে পড়েছে। এদিকে খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতাও অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন