News71.com
 International
 21 Aug 17, 11:42 AM
 163           
 0
 21 Aug 17, 11:42 AM

ঢাকা আসছেন মার্কিন সহকারী মন্ত্রী

ঢাকা আসছেন মার্কিন সহকারী মন্ত্রী

নিউজ ডেস্কঃ চলতি মাসের শেষের দিকে ঢাকা আসতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারীমন্ত্রী এলিস জি ওয়েলস। তার সফর প্রস্তুতি নিয়ে ঢাকা-ওয়াশিংটন আলোচনা শুরু হয়েছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই মুখ খুলছে না।যদিও অনানুষ্ঠানিক কূটনীতিক সূত্রগুলো বলছে সফরটি নিয়ে এখনও চূড়ান্ত কিছু হয়নি। তাছাড়া, অস্থিরতা ও অনিশ্চয়তা দু’দিকেই আছে। বাংলাদেশের ‘এক তৃতীয়াংশ’ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজমান। প্রাকৃতিক ওই দুর্যোগ সামাল দিতে ব্যস্ত সরকার। তাছাড়া সামনে ঈদ। মডারেট মুসলিম কান্ট্রি বাংলাদেশে ঈদুল আজহার ছুটিসহ নানামুখী আয়োজন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নবগঠিত প্রশাসনের অবস্থাও টালমাটাল। যারপরনাই অস্থিরতা বিরাজ করছে। কিন্তু তারপরও ঢাকা চাইছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ঘনিষ্ঠতা বাড়াতে। রাজনীতিসহ বিভিন্ন ইস্যুতে বিবদমান টানাপড়েন কমিয়ে আনতে। ওয়াশিংটনের তরফেও এ নিয়ে আগ্রহের কমতি নেই।

উল্লেখ্য এলিস মার্কিন স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে গত জুন থেকে আফগানিস্তান ও পাকিস্তান দেখভালের দায়িত্ব পেয়েছেন। এলিস ওয়েলসের এটাই হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর। সফরটি হবে দু’দিনের। চলতি মাসের শেষেরদিকে অর্থাৎ ২৮শে আগস্ট থেকে ৩০শে আগস্টের মধ্যে সফরটি হতে পারে আভাস দিয়ে ওই সূত্র বলছে, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিসের প্রস্তাবিত ঢাকা সফরের পূর্ণ প্রস্তুতি সত্ত্বেও শেষ মুহূর্তে নাটকীয়ভাবে তা স্থগিত হয়ে যায়। এ কারণে এবারে মন্ত্রীর সফরটি নিয়ে আগ বাড়িয়ে কিছুই না বলার সিদ্ধান্ত হয়েছে। মার্কিন মন্ত্রী ঢাকার বিমানে ওঠার পরই তারা সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান। উল্লেখ্য, ২৪ ঘণ্টার এক ঝটিকা সফরে গত ৩০শে জুলাই ঢাকা আসার কথা ছিল হোয়াইট হাউসে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র ডিরেক্টর ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অ্যাট দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল লিসা কার্টিসের। পূর্ব-নির্ধারিত সূচি মতে, পরদিন ঢাকা থেকে দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু আগের দিনে তার ঢাকা সফরটি স্থগিতের চূড়ান্ত ঘোষণা আসে। তবে পূর্ব-নির্ধারিত সূচিতেই লিসা ৩১শে জুলাই দিল্লি সফর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন