
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে একটি সেতুর কাছে বাস উল্টে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আজ রবিবার পিটারমারিজবার্গ এলাকার বাইরে এ ঘটনা ঘটে। ইআর টুয়েন্টিফোর নামে একটি জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে সুত্র জানিয়েছে,বাসটি পিটারমারিজবার্গ এলাকার বাইরের একটি সেতুর রেলিংয়ে আঘাত হানে। এরপরই বাসটি উল্টে যায়।
ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা পরে বাসের আরো ১২ যাত্রীকে কাছের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো তিনজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। কী কারণে রেলিংয়ের সঙ্গে বাসটি ধাক্কা খেয়েছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। ঘটনাস্থলে স্থানীয় কর্মকর্তারা ছুটে গেছেন। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে তারা জানিয়েছেন।