News71.com
 International
 19 Apr 16, 11:12 AM
 587           
 0
 19 Apr 16, 11:12 AM

জাপানে জেলের জালে ধরা পড়েছে বিরল মেগামাউথ শার্ক ।।

জাপানে জেলের জালে ধরা পড়েছে বিরল মেগামাউথ শার্ক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের একটি গ্রামে জেলের জালে ধরা পড়েছে বিশাল বড় মুখের বিরল প্রজাতির এক হাঙর। গভীর সমুদ্রে এদের বসবাস । মেগামাউথ শার্কটির দৈর্ঘ্য ১৬ ফুট ।

ইয়াহুর রিপোর্ট অনুযায়ী, হাঙরটি ধরা পড়ে কেন্দ্রীয় জাপানের মি প্রিফেকচারের ওয়েজ পোর্টের পাঁচ কিলোমিটার দূরে। বিরাট চোয়ালের সমুদ্রতলবাসী হাঙরটির ওজন এক টন। রহস্যময় গড়নের হাঙরটি স্থানীয় এক মাছ বিক্রেতা কিনে নেন ও সেটিকে প্রিফেকচারের বাইরে পাঠানো হয় ।

মেগামাউথ শার্ক প্রথম আবিষ্কার হয় ১৯৭৬ সালে। কিন্তু সব মিলিয়ে মোট ৬০ বার এরা লোকচক্ষুর সামনে এসেছে। এগুলোর বেশিরভাগই জাপান, ফিলিপাইন ও তাইওয়ানে পাওয়া গেছে। প্রথম মেগামাউথটি পাওয়া যায় হাওয়াইয়ে ।

উল্লেখ্য, এরা দৈর্ঘ্যে সাধারণত পাঁচ ফুট হয়। বাঁচে প্রায় একশো বছর। দিনের বেলায় সমুদ্রের পাঁচশো ২৪ ফুট গভীরে থাকে। আর রাতে প্রায় ৪০ ফুটের মধ্যে বিচরণ করে খাদ্য সন্ধান করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন