News71.com
 International
 19 Aug 17, 12:44 PM
 150           
 0
 19 Aug 17, 12:44 PM

যুদ্ধ উত্তেজনার মধ্যেই সাবমেরিন থেকে পরীক্ষামুলক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া।।

যুদ্ধ উত্তেজনার মধ্যেই সাবমেরিন থেকে পরীক্ষামুলক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি। আর এরই মধ্যে পরমাণু সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। গতকাল শুক্রবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় নৌবহরের বহুমুখি সাবমেরিন সেভারোদভিন্স থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

এ ব্যাপারে এক বিবৃতিতে রুশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,বেরেন্ট সাগরের পরীক্ষাকেন্দ্র থেকে ছোড়া কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ৩৭৩ মাইল দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে। ক্ষেপণাস্ত্রটি কালিবার আরখানগেলস্ক অঞ্চলের চিঝা পরীক্ষা কেন্দ্রের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জানা গেছে,রুশ নৌবহরের ইয়াসিন শ্রেণির একমাত্র সাবমেরিন সেভারোদভিন্স। ১৩ হাজার ৮০০ টন ওজন এবং ৩৮০ ফুট দীর্ঘ পরমাণু শক্তিচালিত এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩১ নট বেগে চলতে পারে। এছাড়া,পানির এক হাজার ৯৬৮ ফুট গভীরেও যেতে পারে সেভারোদভিন্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন