News71.com
 International
 19 Aug 17, 11:16 AM
 158           
 0
 19 Aug 17, 11:16 AM

ব্রিটিশ হাই কোর্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমান চৌধুরীকে বিচারপতি নিয়োগ।।

ব্রিটিশ হাই কোর্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমান চৌধুরীকে বিচারপতি নিয়োগ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ হাই কোর্টে প্রথমবারের মতো বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে। গতকাল শুক্রবার যুক্তরাজ্যের বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,হাই কোর্টের বিচারপতি হিসেবে আখলাকুর রহমান চৌধুরী কিউসির নিয়োগ রানী এলিজাবেথ অনুমোদন করেছেন। আগামী ২ অক্টোবর থেকে নিয়োগ কার্যকর হবে।

আখলাকুর এর আগে হাই কোর্টের ডেপুটি বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্ত্রী সফিনা ও তিন সন্তানকে নিয়ে তিনি লন্ডনে বসবাস করছেন। এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত সপ্নারা খাতুন যুক্তরাজ্যের ক্রাউন কোর্ট ও ফ্যামিলি কোর্ট বিচারক হিসেবে নিয়োগ পেলেও আখলাকুর রহমানই ব্রিটিশ হাই কোর্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন