
আন্তর্জাতিক ডেস্কঃ বার্সেলোনায় গত বৃহস্পতিবার গাড়ি হামলার ঘটনায় মূল সন্দেহভাজন মুসা ওকাবির পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ হামলার পর ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার চেষ্টা করা হলে সেখানে পুলিশের গুলিতে মোট পাঁচজন ব্যক্তি নিহত হয়। যার মধ্যে মুসা ওকাবির একজন। নিহত ওকাবির উত্তর কাতালানের স্পেনিশ নাগরিক। তিনি নিজের ভাইয়ের কাগজপত্র নিয়ে হামলায় ব্যবহৃত গাড়িটি ভাড়া নিয়েছিলেন।
পুলিশ আগেই বলেছিল,তারা ওকাবির ছাড়াও আরও তিনজনকে খুঁজছে। যার মধ্যে ওকাবির এখন নিহত। এর আগে চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে,সন্দেহভাজনরা আরো সুশৃঙ্খল আক্রমণের পরিকল্পনা করছে। প্রসঙ্গত,গত বৃহস্পতিবার বার্সেলোনার রামব্লাসে মানুষের ভীড়ের মধ্যে গাড়ি হামলা চালিয়ে এ হত্যা করা হয়। পরবর্তীতে কয়েক ঘন্টার ব্যবধানে রাতে আরেকটি গাড়ি হামলা চালানোর প্রচেষ্টাকালে ওকাবিরসহ পাঁচজন হামলাকারীকে হত্যা করে পুলিশ। এ গাড়ি হামলায় এক নারী নিহত হন,আহত হন ছয়জন।