News71.com
 International
 19 Aug 17, 12:16 PM
 178           
 0
 19 Aug 17, 12:16 PM

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে নিহত ৩৯

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্কঃফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মাদকবিরোধী অভিযানে দু'দিনে অন্তত ৩৯ জন নিহত হয়েছে।এর মধ্যে শুক্রবার নিহত হয় অন্তত ১৪ জন। এর আগে বৃহস্পতিবার রাজধানীতে একই ধরনের অভিযানে ২৫ জন নিহত হয়।স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সরকারের মাদকবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।ফিলিপাইনের পুলিশ ম্যানিলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালানোর খবর নিশ্চিত করলেও তারা তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানাতে পারেনি।


এদিকে গত তিনদিন রাজধানীর ভেতরে ও বাইরে চালানো কয়েকটি ধারাবাহিক অভিযানে সন্দেহভাজন অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।ফিলিপাইনের প্রধান দৈনিক ইনকোয়ারার জানায়, ম্যানিলার উপকণ্ঠ, কুয়িজন নগরী ও কালুকানে নতুন করে এ হত্যার ঘটনা ঘটে। নিহতরা মাদক ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে।খবরে আরো বলা হয়, গত তিনদিনের মাদকবিরোধী অভিযানে মোট ৭২ জন নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন