
আন্তর্জাতিক ডেস্কঃটুইটারে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কর আর চাকরি নিয়ে অ্যামাজনের সমালোচনা করেন তিনি। ট্রাম্পের মন্তব্যের পর এর শেয়ারমূল্য ০.৩ শতাংশ কমে ৯৮০ ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে তাৎক্ষণিক অ্যামাজনের কোনো প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে রয়টার্স এক প্রতিবেদনে জানানো হয়েছে। টুইটে ট্রাম্প বলেন, অ্যামাজন করদাতা খুচরা বিক্রেতাদের বড় ক্ষতি করছে। যুক্তরাষ্ট্রজুড়ে ছোট-বড় শহর আর অঙ্গরাজ্যগুলো এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে; অনেক কর্মী চাকরি হারিয়েছেন!
যদিও এটা নতুন কিছু নয়, বরাবরই ট্রাম্পের সঙ্গে অ্যামাজনের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক দেখা গেছে।অ্যামাজনপ্রধান জেফ বেজোস দৈনিক ওয়াশিংটন পোস্টের মালিক। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিবাদে থাকা বড় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ওয়াশিংটন পোস্ট অন্যতম। এর আগে ২৮ জুন ট্রাম্প অ্যামাজন ওয়াশিংটন পোস্ট হ্যাশট্যাগে দেয়া এক টুইটে বলেন, এটি মাঝেমাঝে এমন কিছু বলতে চায় যেটা তাদের দেয়া উচিত ।