News71.com
 International
 18 Aug 17, 01:03 AM
 230           
 0
 18 Aug 17, 01:03 AM

ব্লু-হোয়েল গেমকে একটি মরণফাঁদ আখ্যায়িত করে নেট থেকে সরানোর নির্দেশ দিল ভারত সরকার

ব্লু-হোয়েল গেমকে একটি মরণফাঁদ আখ্যায়িত করে নেট থেকে সরানোর নির্দেশ দিল ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক;অনলাইন গেম ‘ব্লু-হোয়েল’ চ্যালেঞ্জ একটি মরণফাঁদ হিসেবেই ধরা হচ্ছে। এ গেমের আসক্তিতে ভারতসহ বিভিন্ন দেশে শিশুর মৃত্যু ঘটনা ঘটছে। এবার নেট জগৎ থেকেই গেম ‘ব্লু-হোয়েল’ সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ভা তের কেন্দ্রীয় সরকার।
সম্প্রতিই অনলাইন গেম ‘ব্লু-হোয়েল’ চ্যালেঞ্জ খেলতে গিয়ে আত্মহত্যা করে ভারতের বেশ কয়েকটি শহরের খুদেরা। এই ঘটনার পর পরই তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ ধরনের গেম সরিয়ে নিতে বিভিন্ন ইন্টারনেট অপারেটরদের কাছে চিঠি পাঠায়। এমনকি অন্য নামেও এই ধরনের গেম থাকলেও তাও সরিয়ে ফেলতে বলা হয়েছে।

ইন্টারনেট অপারেটরদের কাছে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ স্বাক্ষর করেছেন। ফলে গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম, মাইক্রোসফট, ইয়াহু-সহ অন্যান্য সমস্ত জায়গা থেকে অনলাইন গেম ‘ব্লু-হোয়েল’ চ্যালেঞ্জের লিঙ্ক সরাতে হবে।

Comments

Md Akram Islam

2017-10-11 06:36:31 PM


এ গেম ইন্টারনেট জগত থেকে সরিয়ে দেয়া অপরিহাযর্য

নিচের ঘরে আপনার মতামত দিন