News71.com
 International
 14 Aug 17, 12:12 PM
 207           
 0
 14 Aug 17, 12:12 PM

হবু পাক প্রধানমন্ত্রী কুলসুম নওয়াজকে আইনি চ্যালেঞ্জ

হবু পাক প্রধানমন্ত্রী কুলসুম নওয়াজকে আইনি চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় পরিষদের ১২০ নম্বর আসনে উপনির্বাচনে মনোনয়ন জমা দেয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানো হয়েছে। তার বিরুদ্ধে পাকিস্তান নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন এডভোকেট সারফরাজ। এতে তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট ঘোষিত অযোগ্য ব্যক্তির দল থেকে কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। উল্লেখ্য, জাতীয় পরিষদের এই আসনে নির্বাচিত হয়েছিলেন নওয়াজ শরীফ। গত ২৮ শে জুলাই সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করে। এ জন্য ওই আসনটি ফাঁকা হয়ে যায়। তাই আগামী ১৭ই সেপ্টেম্বর সেখানে উপনির্বাচন হওয়ার কথা।

আর সেই নির্বাচনে অংশ নিতে কুলসুম নওয়াজের নামে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কিন্তু ওই মনোনয়নপত্রকে শনিবার চ্যালেঞ্জ জানিয়েছেন এডভোকেট সারফরাজ। তিনি লাহোরে নির্বাচন কমিশন অফিসে এ বিষয়ে লিখিত আবেদন করেছেন। এতে তিনি বলেছেন, ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) নিবন্ধন রয়েছে নওয়াজ শরীফের নামে। তিনি অযোগ্য হওয়ার ফলে তার দলের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তাই কুলসুম নওয়াজের মনোনয়ন প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয় নির্বাচন কমিশনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন