News71.com
 International
 13 Aug 17, 02:27 AM
 227           
 0
 13 Aug 17, 02:27 AM

মায়ানমারের ভারত সীমান্তে প্রবল বিস্ফোরণের জেরে আতঙ্ক, সতর্কতা জারি

মায়ানমারের ভারত সীমান্তে প্রবল বিস্ফোরণের জেরে আতঙ্ক, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-মায়ানমার সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এই নাশকতার চেষ্টায় বিশেষ সতর্কতা জারি হয়েছে ভারতের মনিপুরে রাজ্য জুড়ে। বিস্ফোরণ এই ঘটানো হয়েছে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া মায়ানমারের মোরে শহরের কাছে৷ সীমান্তের ওপারে মায়ানমারের টামু শহর৷ সেখানেও ছড়িয়েছে চাঞ্চল্য৷ ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, গতকাল শনিবার সকালে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই এই বিস্ফোরণ হয়৷ পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ স্থলে তৈরি হয়েছে বিশাল গর্ত৷ গত সপ্তাহেও সীমান্তের কাছে বিস্ফোরণ ঘটানো হয়েছিল৷ কোনও জঙ্গি সংগঠন দায় না নিলেও সন্দেহ এর পিছনে এনএসসিএন (খাপলাং) গোষ্ঠী জড়িত৷

জানাগেছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবস বয়কটের হুমকি দেয় নাগা জঙ্গি গোষ্ঠী এনএসসিএন (খাপলাং) ৷ সেই রেশ ধরে অন্যান্য বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনগুলি স্বাধীনতা দিবস উদযাপন বয়কট করার হুমকি দেয়৷ গত শুক্রবার এক বিবৃতি জারি করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির যৌথ মঞ্চ৷ সেখানে কেএলও প্রধান জীবন সিংহের সাক্ষর ছাড়া এএনডিএফবি, এনএলএফটি সহ আরও কয়েকটি সংগঠনের শীর্ষ নেতাদের সাক্ষর রয়েছে৷ আর এ চিঠি প্রকাশ হওয়ার পরই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে৷ হুমকির পরই ইম্ফল সহ রাজ্যের সর্বত্র চলছে বিশেষ তল্লাশি৷ একইভাবে নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, অসম,মেঘালয়, অরুণাচল প্রদেশ সরকারকেও সতর্ক করা হয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন