News71.com
 International
 13 Aug 17, 02:30 AM
 364           
 0
 13 Aug 17, 02:30 AM

আমেরিকার ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি |

আমেরিকার ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি |

আন্তর্জাতিক ডেস্ক : সহিংসতার জেরে আমেরিকার ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে । শার্লোটসভিল শহরে চরম ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আর বর্ণবাদ বিরোধীদের মধ্যে সহিসংতার জেরে এ জরুরি অবস্থা জারি করা হয়। সহিংসতায় এপর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। অনেককে গ্রেফতারও করা হয়েছে।


গত শুক্রবার সকালের দিকে কনফেডারেম পতাকা, বর্ম আর হেলমেট পড়ে একটি মিছিল বের করে চরম ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা। গৃহযুদ্ধের সময়কার জেনারেল রবার্ট ই লি-র একটি ভাস্কর্য সরিয়ে নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ওই মিছিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য ১৮৬১-৬৫ সালের গৃহযুদ্ধে দাসত্ব প্রথার পক্ষে লড়াইকারী কনফেডারেট বাহিনী পরিচালনা করেন জেনারেল লি। বর্ণবাদ বিরোধী সংগঠনগুলোও এ সময় আলাদা মিছিল বের করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শহরে অনেক রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন