নিউজ ডেস্ক : নেপালে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আরও ১০ জন নিখোঁজ রয়েছে এবং বন্যাকবলিত দেশটিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, আরও ভারীবর্ষণ হতে পারে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। নেপালের দক্ষিণে কোশি নদী যা কি না দেশটির প্রধান নৌপথে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উল্লেখ্য নেপালে জুন থেকে সেপ্টেম্বরে বর্ষাকালের বৃষ্টি কৃষিনির্ভর নেপালের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটি প্রতি বছর ধ্বংসও ডেকে আনে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দীপক কাফলে সাংবাদিকদের বলেন, এই বন্যায় ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। আমরা ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। পূর্বাঞ্চলের বিরাটনগরের বিমানবন্দর দুই ফুট পানির নিচে আছে।