News71.com
 International
 12 Aug 17, 12:19 PM
 188           
 0
 12 Aug 17, 12:19 PM

সন্ত্রাসবাদ দমনে জোটবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে আগ্রহী ভারত-ব্রিটেন

সন্ত্রাসবাদ দমনে জোটবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে আগ্রহী ভারত-ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদের বিরুদ্ধে গাঁটছড়া বাঁধতে চলেছে ভারত এবং ব্রিটেন৷ সন্ত্রাস কবলিত এলাকা গুলিতে উচ্চপ্রযুক্তির মাধ্যমে নজর রাখা হবে সন্ত্রাসবাদীদের গতিবিধির উপরে৷ ব্রিটেনের কমনওয়েলথ মন্ত্রী তারিক মহম্মদ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সাক্ষাৎ করেন৷ সেই বৈঠকেই সন্ত্রাস দমনের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়৷ সন্ত্রাসবাদ দমনের জন্য একাধিক পদক্ষেপ এবং স্ট্র্যাটেজিও গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে৷

উল্লেখ্য বিগত কয়েক মাসে ব্রিটেনে বেড়ে গিয়েছে সন্ত্রাসবাদীদের আক্রমণ৷ সেই আক্রমণ প্রতিহত করার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়৷ এই বৈঠক শেষে তারিক বলেন, সন্ত্রাসবাদ দমনের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে৷ এমনকি এই বৈঠক শেষে সন্ত্রাসবাদ দমনে সোশ্যাল মিডিয়ার উদ্দেশেও তিনি একটি বার্তা পৌঁছে দিয়েছেন৷ সন্ত্রাসবাদ দমনে সোশ্যাল মিডিয়ার হস্তক্ষেপ আশা করেছেন তিনি৷ এই সমস্ত সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জঙ্গিরা হুমকি দেয়৷ কিংবা বড় বড় সংস্থার ওয়েবসাইট হ্যাক করে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে নেয়৷ সেই বিষয়টি যাতে অবিলম্বে বন্ধ করা হয়৷ সেই বিষয়টি নিয়েও এই বৈঠকে আলোচনা হয়৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন