News71.com
 International
 12 Aug 17, 12:11 PM
 240           
 0
 12 Aug 17, 12:11 PM

আমেরিকা আক্রমণ করলে অনুশোচনা করতে হবে উত্তর কোরিয়াকে : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প  

আমেরিকা আক্রমণ করলে অনুশোচনা করতে হবে উত্তর কোরিয়াকে : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প   

আন্তর্জাতিক ডেস্ক : ফের একবার উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি আমেরিকার কোনও এলাকায় হামলা চালায় উত্তর কোরিয়া, তবে “সত্যিই অনুশোচনা করবেন কিম” ৷ তিনি বলেন, কিম যদি কিছু করেন, তারপর আর পার পাবেন না ৷ তিনি যদি খোলাখুলি কোনও হুমকি দেন, গুয়াম বা আমেরিকা অধ্যুষিত কোনও এলাকার উপর কিছু করেন, খুব শিগগিরই অনুশোচনা করবেন ৷ “আমি আশা করি যা আমি বলছি, তা ওরা বুঝবে ৷ আর আমি যা মনে করছি, তাই বলছি ৷ নিজের টুইটারে তিনি লিখেছেন, মিলিটারিদের যথাস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ কিমকে এবার হয়তো অন্য রাস্তা ধরতে হবে ৷

আপাতত নিউ জার্সিতে আছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ উত্তর কোরিয়া জানিয়েছে যে, সেদেশের সামরিক বাহিনী কিমকে এই মাসের শেষের দিকে একটি পরিকল্পনা জমা দিতে চলেছে ৷ এমাসের শেষে গুয়ামের কাছে মিসাইল হামলা করা হতে পারে বলে পরিকল্পনায় বলা হয়েছে বলে গোয়েন্দা তথ্য জানাচ্ছে ৷ খবরটি ট্রাম্প প্রশাসনের কাছে পৌঁছনোর পরই এই হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প ৷ উত্তর কোরিয়ার বর্তমান পরিস্থিতির জন্য তিনি পূর্ববর্তী সরকারকে দায়ি করেছেন ৷ বলেছেন, হঠাৎ করে উত্তর কোরিয়ার এই উত্থান ঘটেনি ,বহু বছর ধরে এই ইস্যু ওঠছে ৷ কিন্তু তাঁর কাছে কোনও বিকল্প নেই ৷ তাঁকে হস্তক্ষেপ করতেই হবে ৷ তবে এবার সফলতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন