
আন্তর্জাতিক ডেস্ক : গুজরাতে আরও শক্তি বাড়ছে বিজেপির। বিজেপিতে যোগ দিতে চলেছে কংগ্রেস থেকে বহিস্কৃত ৭ বিধায়কসহ ১০ জন আইন প্রনেতা । ইতিমধ্যে গুজরাত রাজ্যসভা নির্বাচনে দলের হুইপ অমান্য করায় শঙ্করসিং বাঘেলাসহ আট বিধায়ককে বহিষ্কার করে ভারতের জাতীয় কংগ্রেস। এরপরেই সমস্ত বহিষ্কৃত বিধায়করা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না শঙ্কর সিং বাঘেলা। তবে বেশ কয়েকহজন বহিষ্কৃত বিধায়করা ছাড়াও বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আরও তিন বিধায়ক। ফলে, মোট ১০ বিধায়ক বিজেপিতে যাচ্ছেন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন শঙ্কর সিং বাঘেলার ছেলে মহেন্দ্র সিং। ফলে, গুজরাত বিধানসভা নির্বাচনের আগে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য বিজেপি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস ত্যাগ করা তথা বিজেপির তৃতীয় প্রার্থী বলবন্ত সিং রাজপুতকে ভোট দিয়েছিলেন আট কং বিধায়ক। তাঁরা হলেন, শঙ্করসিং বাঘেলা, পুত্র মহেন্দ্রসিং, সি কে রৌলজি, রাঘবজি প্যাটেল, ভোলাভাই গোহেল, অমিত চৌধুরি, ধর্মেন্দ্রসিং জাদেজা, করমসি প্যাটেল। এরপরেই তাঁদের বহিষ্কার করে কংগ্রেস। মহেন্দ্রসিং বলেন, ‘বহিষ্কৃত সাত বিধায়ক ছাড়া (বাঘেলা বাদে) আরও তিন বিধায়ক, যাঁরা গত মাসেই কংগ্রেস ছেড়েছিলেন, তাঁরা আগামী দিনে বিজেপিতে যোগ দিতে চলেছেন। তবে কবে বিজেপিতে যোগ দেওয়া হবে সেই দিন এখনও ধার্জ হয়েনি। তবে খুব শীঘ্রই সবাই বিজেপিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, আগামী কয়েকমাসের মধ্যেই গুজরাতে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে একাধিক বিষয়ে খোদ মোদীর রাজ্যেই চিন্তায় আছে বিজেপি। সেই জায়গাটা নেওয়ার চেষ্টা চালাচ্ছিল কংগ্রেস। কিন্তু রাজ্যসভা নির্বাচন ঘিরে যেভাবে নাটক চলল তাতে অবশ্যই কোনঠাসা কংগ্রেস। এর উপর আবার হঠাত করে কংগ্রেস বিধায়কদের দলবদল অবশ্যই আরও চাপ বাড়াবে বৈ কমাবে না।