News71.com
 International
 11 Aug 17, 07:30 AM
 224           
 0
 11 Aug 17, 07:30 AM

মহাসাগরের নিরাপত্তায় ভারতীয় নৌবাহিনীর সঙ্গে হাত মেলাতে চায় চিন..

মহাসাগরের নিরাপত্তায় ভারতীয় নৌবাহিনীর সঙ্গে হাত মেলাতে চায় চিন..

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরে শান্তি বজায় রাখতে নয়াদিল্লির সঙ্গে হাত মেলাতে চাইছে বেজিং। ডোকলাম নিয়ে সমস্যার মধ্যেই চিনের দাবি, ভারত মহাসাগরকে রক্ষা করা দুই দেশেরই দায়িত্ব। চিনের নৌবাহিনীর অফিসার ক্যাপ্টেন লিয়াং তিয়ানজুন বলেন, ভারত ও চিওনের উচিৎ একইসঙ্গে হাত মিলিয়ে ভারত মহাসাগরের নিরাপত্তার দায়িত্ব নেওয়া। পাশাপাশি লিয়াং আরও উল্লেখ করেছেন যে ভারত মহাসাগরে কিভাবে চিনের সাবমেরিন ও যুদ্ধজাহাজের সংখ্যা বাড়ছে। সম্প্রতি এই ভারত মহাসাগরেই আফ্রিকার জিবুতিতে নৌসেনা ঘাঁটিও তৈরি করেছে চিন। এক বিশেষ অনুষ্ঠানে চিনা নৌসেনার ফ্রিজেটে ভারতীয় সংবাদমাধ্যমের উপস্থিতিতে এমন বক্তব্য রাখে চিন। সেখানে ওই চিনা নৌসেনা অফিসার স্পষ্ট বার্তা দিয়ে বলেন, চিন কখনই অন্য দেশে প্রবেশ করবে না। সেইসঙ্গে অন্য কোনও দেশকেও ঢুকতে দেবে না। ‘আমাদের কোনও অস্ত্রই কিন্তু খেলনা নয়’, এই বার্তাও দেন তিনি।

অন্যদিকে, শোনা যাচ্ছে, চিন তার পিএলএ সেনাকে বিতর্কিত এলাকা থেকে ১০০মিটার পিছিয়ে দিতে রাজি৷ কিন্তু চিনা সেনাদের ২৫০মিটার পিছু হঠানোতে অনড় ভারত৷ অন্যদিকে আবার চিনের সরকারি মুখপত্রের খবর অনুযায়ী, ভারতকেই ডোকালাম থেকে সেনা সরানোর কথা বলা হচ্ছে৷ তবে এরইমধ্যে ভুটান আবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ডোকালামে চিনের কোনও অধিকার নেই৷ অন্যদিকে নেপাল জানিয়ে দিয়েছে, ভারত-চিন, দুই দেশের এই সমস্যায় নেপাল কোনও পক্ষকেই সমর্থন করে না, সে তার নিরপেক্ষতার বার্তাও তুলে ধরেছে বলে জানা গিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন