News71.com
 International
 18 Apr 16, 07:33 AM
 544           
 0
 18 Apr 16, 07:33 AM

তৃনমুলনেত্রী মমতার বিরুদ্ধে সত্যিই কি ব্যবস্থা নিতে চলেছে ভারতের নির্বাচন কমিশন .......?

তৃনমুলনেত্রী মমতার বিরুদ্ধে সত্যিই কি ব্যবস্থা নিতে চলেছে ভারতের নির্বাচন কমিশন .......?

আন্তর্জাতিক ডেস্ক : আদর্শ আচরণবিধি ভাঙার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ? কমিশনের তরফ থেকে পরিষ্কার করে ব্যবস্থা নেওয়ার কথা বলা না হলেও এটা জানিয়ে দেওয়া হয়েছে যে , তাঁদের শোকজের কোনও জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেননি৷ ডেপুটি নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা জানিয়েছেন , মমতা বন্দ্যোপধ্যায়কে ব্যক্তিগতভাবে শোকজ করা হয়েছিল৷ সেখানে মুখ্যমন্ত্রী কথাটা লেখা ছিল ঠিকই , কিন্ত্ত সেটাই সাধারণ চালু রীতি৷ জবাবটা তাঁকেই দিতে হত৷ তাঁর হয়ে মুখ্যসচিব যে জবাব দিয়েছেন , তা কমিশনের কাছে গ্রহণযোগ্য নয়৷ সাক্সেনার কথায় , 'আপনারা অপেক্ষা করুন৷ দেখুন৷ ' এর পরেই প্রশ্নটা উঠেছে , তা হলে কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন ?

অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই তাঁরা এফআইআর করার নির্দেশ দিয়েছেন৷ গগৈ -এর পর কি এ বার মমতার পালা ?আসলে আবহটা কিছুটা তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ মোদী এ দিন রাজ্যে গিয়ে জনসভায় বলেছেন , মমতাদিদি বা তৃণমূলের উচিত ছিল শোকজের জবাব দেওয়া৷ তার জায়গায় মুখ্যসচিব কী করে জবাব দেন ? আর শনিবারই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে সীতারাম ইয়েচুরিও প্রশ্ন তুলেছিলেন , মুখ্যমন্ত্রীকে করা শোকজের জবাব মুখ্যসচিব কী করে দিতে পারেন ? এরকম কাণ্ড তো ভূভারতে কেউ শোনেনি৷ সেই সঙ্গে সীতারামরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরও দুটি অভিযোগ করে এসেছেন৷ একটা হল , বিরোধী নেতা ও রাজ্য সিপিএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে হারানো নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন , তা পরিষ্কার ভাবে নির্বাচনী বিধিভঙ্গ৷ আর নির্বাচন কমিশনকে যে ভাষায় মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করেছেন , সেটাও আইনানুসারে তিনি করতে পারেন না৷

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ও মুখপাত্র ডেরেক ও 'ব্রায়েন অবশ্য প্রধানমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷ তিনি বলেছেন , প্রধানমন্ত্রীর কাছে হয় সঠিক তথ্য নেই , অথবা তিনি মিথ্যা বলছেন৷ নির্বাচন কমিশন যে চিঠিটা দিয়েছে , সেটাতে পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মুখ্যমন্ত্রী কথাটা লেখা রয়েছে৷ তাই মুখ্যমন্ত্রীকেই শোকজ করা হয়েছে৷ তৃণমূল নেত্রী বা ভবানীপুরের তৃণমূল প্রার্থীকে নয়৷ তাই মুখ্যসচিবের জবাব দেওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা নেই৷ আর এ দিন এক জনসভায় মমতার প্রতি -আক্রমণ , 'মুখ্যসচিব উত্তর দেবেন না কেন ? চিঠিটা তো দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে , তৃণমূলের নেত্রীকে নয়৷ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলে মুখ্যসচিবই উত্তর দেন৷ সরকারের তো কিছু প্রোটোকল আছে৷ 'বিজেপি আবার এ দিন নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে৷

অমিত শাহর দলের অভিযোগ , মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শোকজের চিঠিতে তিনি তৃণমূলনেত্রী না লিখে মুখ্যমন্ত্রী নিখেছিলেন এবং সেটা তিনি জেনেবুঝেই করেছিলেন৷ দ্বিতীয় অভিযোগ হল , অনুব্রত মণ্ডলকে গ্রেন্তার না করা নিয়ে৷ বিজেপি -র অভিযোগ , মুখ্য নির্বাচন অফিসার পরিষ্কারভাবে তৃণমূলকে সাহায্য করছেন৷ তাই কালবিলম্ব না করে তাঁকে সরিয়ে দেওয়া হোক৷ এই চাপ -পাল্টা চাপ , চাপানউতোরের মধ্যে আসল প্রশ্ন হল , কমিশন কি মমতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এবং নিলে কী ব্যবস্থা তারা নিতে পারে ?সংবিধানের ৩২৪ ধারায় বলা হয়েছে , নির্বাচনের ব্যাপারে যাবতীয় ক্ষমতা কমিশনের হাতে থাকবে৷ সেই নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য তারা যে কোনও ব্যবস্থা নিতে পারবে৷ ফলে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের নিন্দা করতে পারে , মামলা শুরু করতে পারে অথবা অন্য কোনও ব্যবস্থা নিতে পারে৷ তৃণমূল মুখপাত্র এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি৷

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নিয়মিত যিনি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখেন সেই নীলোত্পল বসুর বক্তব্য , 'কমিশন নিয়মমতো যে সিদ্ধান্তই নেবে আমরা তাকে স্বাগত জানাব৷ আমরা কমিশনে গিয়ে বলে এসেছি , নারায়ণগড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন , সেটা রাজনৈতিক দুর্নীতি৷ তিনি যে ভাবে কমিশনের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন , তা অন্যায়৷ আমরা চাই কমিশনের সাংবিধানিক মর্যাদা যেন অক্ষত থাকে৷ 'আসলে দ্বিতীয় দফার ভোটের পর যেভাবে সিপিএম , কংগ্রেস , বিজেপি কমিশনে গিয়ে রিগিং ও ছাপ্পা ভোটের অভিযোগ করেছে , তার পর কমিশন নড়েচড়ে বসে৷ অবাধ ও নিরপেক্ষ ভোট করাটা সবসময়ই কমিশনের লক্ষ্য৷ বিহারে বিধানসভা নির্বাচনের সময় সর্বত্র তাদের ভূমিকার প্রশংসা হয়েছে৷ কিন্ত্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথম দু-দফায় লাগাতার অভিযোগ উঠেছে৷ তারপরই কমিশন এ দিন যে কড়া ব্যবস্থা নিয়ে ভোট করেছে , তাতে বিরোধীরাও যারপরনাই খুশি৷ এই অবস্থায় তারা কমিশনে গিয়ে বারবার করে বলছে , মমতা কমিশনের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছেন৷ তাঁর বক্তৃতার ভিডিয়োও কমিশনে জমা পড়েছে৷ সে জন্যই কমিশন বিষয়টিকে হাল্কা ভাবে নিতে রাজি নয় ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন