আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস সম্প্রতি পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থীকে ভোট দেয়ায় গুজরাট রাজ্যে তাদের আটজন আইনপ্রণেতাকে বহিষ্কার করেছে। নিজ দলের এমপিদের বিরোধিতা সত্ত্বেও রাজ্যসভা ভোটে আহমেদ প্যাটেল জয় পান। এর পরই ‘বিদ্রোহী’ এসব আইনপ্রণেতার বিরুদ্ধে দলটি কঠোর পদক্ষেপ নিলো। ভারতীয় রাজ্য গুজরাট কংগ্রেস প্রধান ভারত সিং সোলাঙ্কি সংবাদমাধ্যমকে বলেন, ‘দলের নির্দেশ না মেনে বিজেপিকে ভোট দেয়ায় আমরা তাদেরকে ৬ বছরের জন্য বহিষ্কার করেছি। তিনি বলেন, দলবিরোধী কাজের জন্যই ওই ৮ আইনপ্রণেতার শাস্তি হওয়া উচিত।’
উল্লেখ্য, গত মঙ্গলবার সারাদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রাজ্যসভা নির্বাচনে সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল জয় পান। কিন্তু প্রকাশ্যে দলের বিরুদ্ধে গিয়ে কংগ্রেসের ওই ৮ আইনপ্রণেতা বিজেপি প্রার্থীদের ভোট দেন। ওই ভোটাভুটিতে ক্ষমতাসীন দল থেকে বিজেপি প্রধান অমিত শাহ এবং ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি জয়লাভ করেন।