আন্তর্জাতিক ডেস্কঃ পানামা মামলায় সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি ক্ষমতাচ্যুত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার গণতন্ত্র বাঁচানোর জন্য দেশের মানুষের কাছে আহ্বান জানালেন তিনি। কেউ কেউ আবার এতে নওয়াজের নতুন চালের ইঙ্গিত পাচ্ছেন। গত কাল ইসলামাবাদ থেকে লাহোর যাওয়ার পথে রাওয়ালপিন্ডিতে এক বিশাল সভায় ক্ষোভের সাথে নওয়াজ বলেন,নিজের শাসনের সময়সীমা শেষ হওয়ার আগেই আমায় ক্ষমতাচ্যুত হতে হয়েছে। এ আর নতুন কী! পাকিস্তানে তো গত ৭০ বছর ধরেই চলে আসছে এই ইতিহাস। এখনও পর্যন্ত যার কোনও হেরফের হয়নি।
তাঁর ক্ষোভ,পাক প্রধানমন্ত্রীরা কখনও নিজেদের শাসনের সময়সীমা পূরণ করে উঠতে পারেননি। প্রায় প্রত্যেক প্রধানমন্ত্রীই গড়ে দেড় বছর ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছেন। অনেককে জেলবন্দি হতে হয়েছে,কাউকে কাউকে তো ফাঁসিও দেওয়া হয়েছে। অনেককে দ্বীপান্তরে পাঠানো হয়েছে। গণতন্ত্রকে বাঁচানোর জন্য মানুষের কাছে আর্জি জানিয়ে তিনি বলেন,প্রতিজ্ঞা করুন,নিজেদের প্রধানমন্ত্রীকে এ ভাবে অপমানিত হতে দেবেন না।
নওয়াজ শরিফের দাবি,এই নিয়ে তাঁর সঙ্গে তিন বার এমন হলো। তাই নির্বাচিত পরবর্তী প্রতিনিধির সঙ্গেও এমনটাই হতে পারে। সভায় দাঁড়িয়ে তাঁর প্রশ্ন,এটা কি আপনাদের ভোটের অপমান নয়? সুপ্রিম কোর্টের ভূমিকারও সমালোচনা করে তিনি জানান, দুর্নীতির কোনও অভিযোগ তো ছিল না। তাতেও তাঁকে কী ভাবে ক্ষমতাচ্যুত করা হলো? এর পরে তিনি বলেন,এটা ইতিহাসের হাতেই ছেড়ে দিলাম। সব শেষে ওই জনতার উদ্দেশে নওয়াজ শরিফ প্রশ্ন ছুঁড়ে দেন,আপনারা কি কোর্টের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন? সমস্বরে উত্তর আসে,না। পরে নওয়াজ জানান,প্রবল আপত্তি সত্ত্বেও তাঁকে সরানোর রায় মেনে নিয়েছেন। তবে প্রধানমন্ত্রিত্বে ফিরে যাওয়ার জন্য উৎসুক নন তিনি।