আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রের প্রাঙ্গনে পাওয়া গেল বিস্ফোরণ হয়নি এমন এক বোমা,মনে করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা এটি। তদন্তে নেমে পড়েছে পুলিশ। ৮৫সেমির এই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ফেলেছিল বলে মনে করা হচ্ছে। এই বোমাটিই পার্কিং লট থেকে পান কর্মীরা, TEPCO-এর পক্ষ থেকে। বোমাটি দেখা মাত্রই পুলিশকে খবর দেওয়া হয়,বন্ধ রাখা হয় কাজকর্ম। সুত্র জানায়, পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞদের ডেকে আনে। ৭০বছর পরেও ১৯৪৫-এর ভয়াবহ যুদ্ধে ব্যবহৃত বহু কিছুই মাঝেমধ্যেই জাপানে পাওয়া যায়।
জানা যায়,জাপানের উত্তর-পূর্বে ফুকুশিমার কাছে একটি সামরিক বিমান বন্দরের অস্তিত্ব পাওয়া যায় যা আমেরিকার কাছে অন্যতম টার্গেট ছিল। ১৯৮৬সালে চের্ণোবিল দুর্ঘটনার পর ২০১১সালে ফুকুশিমার পরমাণু চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ সবথেকে ভয়ঙ্কর ঘটনা বলে মনে করা হয়। TEPCO এবং জাপান সরকারের সমগ্র পরিস্থিতি আবার স্বাভাবিক করতে চার দশক সময় লেগে যায়। যদিও পরমাণু তেজস্ক্রিয়তার জন্য ফুকুশিমার অনেক মানুষ ঘরছাড়া হতে হয়।