News71.com
 International
 10 Aug 17, 10:29 AM
 173           
 0
 10 Aug 17, 10:29 AM

আফগানিস্তানের কাবুলে সন্ত্রাসীর হামলায় নিহত ৩ মার্কিন নারীকর্মী।।  

আফগানিস্তানের কাবুলে সন্ত্রাসীর হামলায় নিহত ৩ মার্কিন নারীকর্মী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কাবুলে মার্কিন বিমানসেনার সব থেকে বড় বিমানঘাঁটি বারগামে হামলা চালালো একদল বন্দুকধারী সন্ত্রাসী। তাদের লক্ষ্য ছিল বিমানঘাঁটির মার্কিন নারী কর্মীরা। তাদের এলোপাথাড়ি গুলিতে তিন নারী কর্মী নিহত হয়েছে। জখম হয়েছে আরও তিনজন। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। কাবুলের জেলাশাসক আবদুল শোকুর কুদুসি বলেন,বিমান ঘাঁটির নিরাপত্তা বিভাগে কাজ করতেন ওই নারী কর্মীরা। বিমান ঘাঁটিতে যারা ঢুকছেন তাদের পরীক্ষা করেন ওই কর্মীরা।

হামলার সময়ও তারা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। বন্দুকবাজরা গুলি চালিয়েই পালিয়ে যায়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে একই দিনে কাবুলের বেনিহেসারে পুলিস চেক পোস্টের কাছে এক আত্মঘাতী জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়। বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। জখম আরও একজন। দ্বিতীয় ঘটনাতেও কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন