News71.com
 International
 10 Aug 17, 10:28 AM
 166           
 0
 10 Aug 17, 10:28 AM

বন্ড কেলেংকারির অভিযোগে পদত্যাগ করলেন শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী করুনানায়েক।।  

বন্ড কেলেংকারির অভিযোগে পদত্যাগ করলেন শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী করুনানায়েক।।   

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রবি করুনানায়েক পদত্যাগ করেছেন। দেশটির কেন্দ্রেীয় ব্যাংকের বন্ড কেলেঙ্কারির ঘটনায় আজ বৃহস্পতিবার করুনানায়েককে (৫৪) পদত্যাগ করতে হলো। পদত্যাগ সম্পর্কে তিনি বলেন,আমি দোষী নই। কিন্তু সরকারকে অস্থিতিশীল করতে বিরোধীদের সুযোগ না দেয়ার বিষয়টি নিশ্চিত করতে আমি পদত্যাগ করছি। প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনার নির্দেশে বন্ড কেলেঙ্কারি নিয়ে যে তদন্ত চলছে তাতে গত সপ্তাহে সাক্ষ্য দেন করুনানায়েক। উল্লেখ্য,শ্রীলংকায় ২০১৫ সালের জানুয়ারিতে নতুন সরকার ক্ষমতায় আসার পর করুনানায়েককে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। বন্ড কেলেঙ্কারির ঘটনা প্রকাশ হওয়ার পর গত মে মাসে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন