News71.com
 International
 10 Aug 17, 12:56 PM
 195           
 0
 10 Aug 17, 12:56 PM

নিজের স্ত্রীকে দলের মুসলীম লীগের সুপ্রিমো করার লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছেন নওয়াজ শরীফ

নিজের স্ত্রীকে দলের মুসলীম লীগের সুপ্রিমো করার লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রীর গদি হারানোর পর নির্বাচন কমিশনের নির্দেশে পিএমএল-এন প্রধানের পদও খোয়াতে হয়েছে নওয়াজ শরিফকে। ফলে একপ্রকার বাধ্য হয়েই পিএমএল-এনের প্রেসিডেন্ট পদে বসাতে হতে পারে ভাই শাহবাজ শরিফকে। আবার অনেকেই মনে করছেন, নিজের স্ত্রীকে দলের সুপ্রিমো করার লক্ষ্যে ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছেন নওয়াজ। দলের প্রবীণ নেতা রাজা জাফরুল হক জানিয়েছেন, আপাতত দলের শীর্ষনেতা শাহবাজের নাম উঠে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নওয়াজ শরিফই। চলতি সপ্তাহেই এরজন্য বৈঠকে বসবেন নওয়াজ। যদিও প্রশ্ন ওঠা শুরু করেছে, আদৌ কি দলের সুপ্রিমো পদের দায়িত্ব তিনি ভাই শাহবাজের হাতে তুলে দিতে চাইবেন? কারণ, গদিচ্যুত হওয়ার আগেই তাঁর উত্তরসূরি হিসাবে শাহবাজকেই বেছে নিয়েছিলেন নওয়াজ।

গদিচ্যুত হওয়ার পর দেখা গেল শাহবাজের নাম ক্রমশ পিছনের সারিতে সরে গিয়ে উঠে এল শাহিদ খাকান আব্বাসির নাম। আর মঙ্গলবার নওয়াজ সরাসরি জানিয়ে দিলেন, পরবর্তী ভোট পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকবেন আব্বাসি। কেন এই সিদ্ধান্ত তাঁর কোনও ব্যাখ্যা না দিলেও, পাক মিডিয়াগুলির দাবি, এতে শরিফ পরিবারের আকচা-আকচিই প্রকাশ্যে চলে এসেছে। নওয়াজের প্রথম থেকেই ইচ্ছে তাঁর উত্তরসূরি হোক মেয়ে মারিয়ম শরিফ। কিন্তু যেভাবে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন তাঁর পিছনে লেগেছে তাতে শেষ পর্যন্ত মারিয়ম ভোটে না দাঁড়াতে পারলে স্ত্রী বেগম কুলসুমকেই দলের চালিকাশক্তি বানাতে চান নওয়াজ। আর তাঁর মহড়াও শুরু করে দিলেন এদিন। ইসলামাবাদ থেকে লাহোরের বাসভবনে যাওয়ার পথে বিশাল মিছিল করলেন নওয়াজ শরিফ। গ্রান্ড ট্রাঙ্ক রোডে কয়েক হাজার সমর্থক-কর্মী, বিশাল বাইকবাহিনী নিয়ে ৩৭০ কিলোমিটার রাস্তা পাড়ি দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন