আন্তর্জাতিক ডেস্কঃ আজ সকালে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সন্দেহে আরো একজনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রেজা-উল-আহমেদ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের বিশেষ দল। এই নিয়ে গত পাঁচ দিনে তিন আনসারুল্লাহ জঙ্গিকে গ্রেপ্তার করা হলো। আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন। ওই দেশের একাধিক নাশকতা এবং ব্লগার হত্যায় নাম জড়িয়ে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের। ওই দলের তিনজনের গ্রেপ্তারের ঘটনা জঙ্গি দমন অভিযানের বড় সাফল্য বলে মনে করছে গোয়েন্দারা।
এ দিন গ্রেপ্তারকৃত জঙ্গি পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে জাল টাকা পাচারের সঙ্গে জড়িত ছিল বলে দাবি দিল্লি পুলিশের। পুলিশ সূত্রে জানা যায়,নোট কারবারের অন্যতম মাথা ছিল রেজাউল-আহমেদ। পশ্চিমবঙ্গ পুলিশ দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল। দলের দুই সদস্য গ্রেপ্তার হওয়ায় বাংলা হয়ে নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল আতঙ্কিত রেজাউল-আহমেদ।কিন্তু,শেষ রক্ষা হয়নি। আজ বৃহস্পতিবার সকালেই পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয় গ্রেপ্তারকৃত এই জঙ্গিকে।