আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সাবেক চেয়ারম্যান পল মানাফোর্টের বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। নির্বাচনে রাশিয়ার আঁতাত প্রশ্নে স্বেচ্ছায় সিনেট ইনটেলিজেন্স কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মানাফোর্ট।
এরপরের দিন গত ২৬ জুলাই তার বাড়িতে হানা দেয় এফবিআই। এসময় তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করে এফবিআই।মানাফোর্টের কারণেই গত নভেম্বরে মার্কিন নির্বাচনে রাশিয়ার আঁতাতের বিষয়টি সবার সামনে আসে। শুরু থেকেই রাশিয়া অস্বীকার করে আসলেও বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। এরই জের ধরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে আমেরিকা।