News71.com
 International
 10 Aug 17, 11:25 AM
 205           
 0
 10 Aug 17, 11:25 AM

চুরির অভিযোগে গ্রেফতার হলেন ভারতের স্বঘোষিত সাধু স্বামী ওম।।

চুরির অভিযোগে গ্রেফতার হলেন ভারতের স্বঘোষিত সাধু স্বামী ওম।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভাইয়ের অভিযোগের ভিত্তিতে চুরির অভিযোগে গ্রেফতার হলেন ভারতের স্বঘোষিত সাধু স্বামী ওম ওরফে বিনোদানন্দ ঝা। গতকাল বুধবার উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা অঞ্চলে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বামী ওমের ভাই প্রমোদ ঝা'র অভিযোগ,৯ বছর আগে তাঁর দোকান থেকে সাইকেল ও কিছু নথি চুরি করেন সাবেক বিগ বস প্রতিদ্বন্দ্বী। এ অভিযোগে গত বছর দিল্লির সাকেত আদালত স্বামী ওমকে অপরাধী ঘোষণা করে এবং তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ভারতীয় মিডিয়ার খবরে আরও বলা হয়েছে , গত ২০০৮ সালের নভেম্বরে লোধি কলোনি থানায় স্বামী ওমের বিরুদ্ধে এফআইআর করেন তার ভাই প্রমোদ। এফআইআরে তাঁর অভিযোগ ছিল , আরও তিনজনকে সঙ্গে নিয়ে তাঁর সাইকেলের দোকানের তালা ভেঙে ১১টি সাইকেল,দামী জিনিসপত্র,বাড়ি বিক্রির নথিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করেন তারভাই স্বামী ওম। গ্রেফতারি এড়াতে স্বামী ওম উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা অঞ্চলে একটি বাড়িতে লুকিয়েছিলেন। সেখান থেকেই গতকাল বুধবার তাঁকে গ্রেফতার করে লোধি কলোনি থানা ও অপরাধ দমন শাখার আন্তঃরাজ্য বিভাগের যৌথ দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন