আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি পাকিস্তানের ক্যাবিনেটে জায়গা পেয়েছেন দর্শন লাল নামের এক হিন্দু প্রতিনিধি। এই উদাহরণ তুলে ধরে দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আকতার টুইট করে বলেন এটাই পাকিস্তান। যে দেশ ধর্মনিরপেক্ষ। এই টুইটের রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের দিকে ধেয়ে আসতে থাকে পরপর বাউন্সার। সোশ্যাল মিডিয়ায় শোয়েব রীতিমতো ট্রোলড হন তিনি। সমালোচিত হলেও শোয়েব পিছু হটেননি। ফের টুইট করে সাবেক পাক ক্রিকেটার বুঝিয়ে দেন তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলার পক্ষপাতী।
উল্লেখ্য দীর্ঘদিন ধরেই পাকিস্তানে মৌলবাদীদের প্রভাবে অন্য ধর্মের প্রতি সহনশীলতার জায়গাটা খুবই কম। তবে গত সপ্তাহে নেওয়াজ জামানার পতনের পর ছবিটা কিছুটা বদলায়। ২০ বছর পর হিন্দু প্রতিনিধি হিসাবে পাকিস্তান সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দর্শনলাল। নওয়াজ শরিফের দলের এই নেতা সিন্ধু প্রদেশের বাসিন্দা।যে এলাকায় পাকিস্তানের ৯০ ভাগ হিন্দুদের বাস। দর্শন লালকে গত শুক্রবার শপথ বাক্য পাঠ করান পাক প্রেসিডেন্ট মামনুন হোসেন।
এই ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন শোয়েব আখতার। ছবির নিচে শোয়েব লেখেন, হিন্দু নেতা দর্শন লাল এখন পাকিস্তানের মন্ত্রী। এটা দেশের সৌজন্যের পরিচয়, এই ছবি বুঝিয়ে দেয় পাকিস্তান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সাবেক পাক ক্রিকেটারের এই টুইট সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়ে। বহু পাকিস্তানি শোয়েবকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন। কেউ লেখেন পাকিস্তান মুসলিম রাষ্ট্র। শোয়েব এই নিয়ে বলার কে। কারও বক্তব্য ,ক্রিকেট নিয়েই শোয়েব বরং থাকুক।
কেউ কেউ শোয়েবের রাজনৈতিক পরিপক্কতা এবং সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। কয়েকজন দর্শন লালের পরিচয়ই নাকি বুঝতে পারেননি। ধর্মনিরপেক্ষতার জন্য দর্শন লালকে কেন টানা হল তা বুঝতে পারছেন না বেশ কিছু সমালোচক। তবে হাতে গোনা কয়েকজন অবশ্য শোয়েবকে সমর্থন করেছেন। তবে টুইটারে তাঁর দিকে অজস্র তির ধেয়ে এলেও,ভেঙ্গে পড়েননি সাবেক এই স্পিডস্টার। শোয়েব আরও একটি টুইট করে জানান,তাঁর অজ্ঞতা নিয়ে প্রশ্ন না করে বার্তাটি বোঝার চেষ্টা করলে মঙ্গল। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করতে জানি। শপথগ্রহণের ছবি স্রেফ একটি উদাহরণ। এ নিয়ে জলঘোলা করারও কোনও প্রয়োজন নেই। আমরা সকলকে সাথে নিয়েই চলতে চাই ।