আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। গতকাল সোমবার রাতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট। গুরুতর আহত হয়েছেন কো-পাইলট। আজ ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানায়। সুত্র জানিয়েছে,প্রযুক্তিগত সমস্যার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এটি তখন প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছিল।
ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানান, বিমান বাহিনীর দক্ষিণাঞ্চলীয় একটি ঘাঁটিতে অবতরণের সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত ইসরায়েলের সব সামরিক হেলিকপ্টার আকাশে না ওড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও প্রযুক্তিগত সমস্যার কারণে ইসরায়েলের অ্যাপাচি হেলিকপ্টারগুলোর উড্ডয়ন বন্ধ রাখা হয়। জুলাই মাস থেকে আবার আকাশে উড়ানো হয় সেগুলো।