News71.com
 International
 08 Aug 17, 02:00 AM
 162           
 0
 08 Aug 17, 02:00 AM

আজ পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।।  

আজ পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। দুর্নীতি কেলেঙ্কারি ও রুগ্ন অর্থনীতির কারণে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) ভেতরে জুমা সমালোচিত হয়েছেন। দেশটির পার্লামেন্ট সদস্যরা আজ মঙ্গলবার গোপন ব্যালটে এ ভোট দিবেন। বিরোধী দল আশা করছে,তার ওপর ক্ষুব্ধ এএনসি’র আইন প্রণেতারা জুমার ক্ষমতাচ্যুতিতে সহায়তা করতে পারেন।

কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল এএনসি গোপন ব্যালটে ভোট দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলটি আশা করছে,অনাস্থা ভোটের উদ্যোগটি ব্যর্থ হবে। স্থানীয় সময় আজ মঙ্গলবার দুপুর ২টায় পার্লামেন্ট অধিবেশন শুরু হবে। এদিকে পার্লামেন্ট অধিবেশনকে সামনে রেখে বেশ কয়েকটি বিরোধী দল কেপটাউনে অবস্থিত জাতীয় পরিষদে বিক্ষোভ করতে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন