আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷ গত সোমবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বারমুল্লার সিলিকুটে৷ এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ভারতীয় সেনা৷ এখানে গতকাল রাতের অন্ধকারে আচমকাই পাকিস্তান হামলা চালায়৷ দুই তরফেই চলছে তীব্র গুলির লড়াই৷ পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও৷ রাতের অন্ধকারে সীমান্ত পেরোনোর সময়ে মাছিল সেক্টরে পাঁচ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র৷ এই ঘটনায় এলাকা জুড়ে জারি হয়েছে কড়া নিরাপত্তা৷রাতের অন্ধকারে সীমান্ত পেরোনোর সময় পাঁচ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা৷
অন্যদিকে বারামুলা পুলিশের হাতে ধরা পড়ল তিনজন সন্দেহভাজন ব্যাক্তি৷ তারা হিজবুল মুজাহিদিনের হয়ে কাজ করত বলে অনুমান৷ তারা তরুণদের সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করার কাজ করছিল বলে জানা গিয়েছে৷ তাদের থেকে দু’টি চিনা পিস্তল উদ্ধার করা হয়েছে৷