News71.com
 International
 08 Aug 17, 01:43 AM
 161           
 0
 08 Aug 17, 01:43 AM

কাশ্মীরে বাড়ছে হিন্দুত্ববাদ, চিন্তায় উগ্রপন্থী বুরহান বন্ধু হিজবুল কম্যান্ডার

কাশ্মীরে বাড়ছে হিন্দুত্ববাদ, চিন্তায় উগ্রপন্থী বুরহান বন্ধু হিজবুল কম্যান্ডার

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর উপত্যকায় ক্রমশ বেড়ে চলেছে হিন্দুত্ববাদ। যার ফলে মারাত্মক দূ:শ্চিন্তার মধ্যে রয়েছেন সেখানকার উগ্রপন্থী মুসলিম মৌলবাদীরা। তাদের দাবী কাশ্মীরে হিন্দুত্ববাদ বাড়ার পিছনে সুকৌশলে মদত দিয়ে চলেছে খোদ ভারতের কেন্দ্রীয় সরকার। একটি ভিডিও বার্তায় এমনই আশংকা প্রকাশ করেছে হিজবুল কম্যান্ডার মেহমুদ গজনভি। গত ২০১৬ সালের জুলাই মাসে এনকাউন্টারে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পরে তার জায়গায় বসানো হয়েছে এই মেহমুদ গজনভিকে। সমগ্র জম্মু-কাশ্মীর রাজ্যে হিন্দুত্ববাদের বাড়বাড়ন্তে আশংকা প্রকাশ করেছে বুরহানের উত্তরসূরি। একটি ভিডিও বার্তায় তাকে বলতে দেখা গিয়েছে, “আমাদের শত্রুপক্ষ কাশ্মীরে জোর করে হিন্দুত্ববাদের পসার ঘটাচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাধ্যমে চলছে হিন্দুত্ববাদের প্রচার।” শত্রুপক্ষে বলতে সংঘ পরিবারকে উল্লেখ করে সে বলেছে, “আরএসএসের ধ্বংসাত্মক লক্ষ্যে সামিল হয়েছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং রাজনৈতিক দল।” জম্মু-কাশ্মীরের বেশকিছু প্রশাসনিক কর্তা এবং সাংবাদিকদেরকেও উপত্যকায় হিন্দুত্ববাদের পসারের জন্য কাঠগড়ায় তুলেছে মেহমুদ গজনভি।

ভারত সরকার অত্যন্ত সুকৌশলে কাশ্মীরের মধ্যে হিন্দুত্ববাদের প্রচারে মদত দিয়ে চলেছে বলেও দাবি করেছে হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার। তার মতে, “বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এবং জম্মু-কাশ্মীর পুলিশ সাইবার সেলের মাধ্যমে হিন্দুত্ববাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে উপত্যকায়। এর ষড়যন্ত্রে আমাদের অনেকেও জড়িত রয়েছে। অবিলম্বে নিজেদের শুধরে না নিলে চরম ফল ভুগতে হবে।” এহেন অবস্থায় কাশ্মীরের যুব সমাজ মারাত্মক দোলাচলে পড়ে গিয়েছে বলে জানিয়েছে মেহমুদ গজনভি। অন্যদিকে এই সমস্যার সমাধানে কাশ্মীরের মুসলিম সমাজকে গান্ধীগিরির পথে হাঁটার পরামর্শ দিয়েছে মেহমুদ গজনভি। উপত্যকার সাধারণ মুসলিমদের উদ্দেশ্যে সে বলেছে, “আমি আমার সকল মুসলিম নাগরিকদের কাছে অনুরোধ করব, আপনারা অমুসলিম প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখুন। সর্বত্র যেন সৌভাতৃত্বের পরিবেশ বজায় থাকে। এভাবেই ওদেরকে শিক্ষা দেওয়া যাবে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন