News71.com
 International
 08 Aug 17, 01:19 AM
 155           
 0
 08 Aug 17, 01:19 AM

নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের দুটি পৃথক হামলায় ৩১ জেলে নিহত।।

নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের দুটি পৃথক হামলায় ৩১ জেলে নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের লেক চাদ দ্বীপে দুটি পৃথক হামলায় কমপক্ষে ৩১ জেলে নিহত হয়েছেন। দুগুরি ও দাবার ওয়ানজাম দ্বীপের মিঠাপানির খালে জেলেদের উপর এ হামলা চালানো হয়। এ সময় জেলেরা মাছ ধরছিল। তাদের গুলি করে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। গতকাল সোমবার রাতে বোকো হারাম এ হামলা চালায়। স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্য বাবাকুরা কোলো বলেন,বোকো হারাম সদস্যরা দুগুরি ও দাবার ওয়ানজাম দ্বীপে হামলা চালিয়ে ৩১ জনকে হত্যা করেছে। বোকো হারামের বিরুদ্ধে লড়াইরত মাইদুগুরি মিলিশিয়া বাহিনীর সদস্য কোলো আরো বলেন,তারা (বোকো হারাম) দুগুরিতে ১৪ জন এবং দাবার ওয়ানজামে আরো ১৭ জনকে হত্যা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন