আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্বৈরাচারী শাসনই'হামলার মূল লক্ষ্য ছিল বলে জানা গেছে। দ্য বাইনারি গার্ডিয়ানস'নামে নিজেদের পরিচয় দিয়েছে হ্যাকিং করা গ্রুপটি। তারা বেশ কয়েকটি বার্তা পোস্ট করেছে সরকারি সাইটে। গত রবিবার ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরে সরকার বিদ্রোহীরা সামরিক ঘাঁটি আক্রমণের চেষ্টা করে। তাদের সমর্থন দেয়া হয়েছে সেসব বার্তায়।
সুপ্রিম কোর্ট,সংসদের ওয়েবসাইটও হ্যাকিংয়ের শিকার হয়েছে। শুধু সরকারি সাইটই নয়,বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকটি সাইটও হ্যাকিংয়ের শিকার হয়েছে। সরকারের উদ্দেশ্যে হ্যাকাররা বলেছে,বিক্ষোভ বন্ধে তোমরা রাস্তা বন্ধ করে দিয়েছো। এবার আমরা বিক্ষোভ জানাতে নেটওয়ার্ককে বেছে নিয়েছি।