আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে রামাল্লায় অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। টেম্পল মাউন্টের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করেই এমনটি করেছে ইসরায়েল,দাবি ইসরাইলি কর্তৃপক্ষের। এক সংবাদ প্রতিবেদনে ফিলিস্থিনের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে,মাহমুদ আব্বাসকে পশ্চিম তীরের রামাল্লাহ শহরের বাইরে যেতে দেয়া হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার দেয়া সাক্ষাৎকারে বলেন, আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সম্প্রতি জেরুজালেম আল-কুদসে যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল স্বশাসন কর্তৃপক্ষ তা বন্ধ করতে ব্যর্থ হওয়ার কারণে মাহমুদ আব্বাসের বিরুদ্ধ এ পদক্ষেপ নিয়েছে তেল আবিব।
উল্লেখ্য ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ প্রকাশ্যে ইসরাইল বিরোধী অবস্থান নিলেও প্রকৃতপক্ষে এটি ইসরায়েলের স্বার্থ রক্ষা করে। ইসরায়েলের সঙ্গে তাল মিলিয়ে মাহমুদ আব্বাসের স্বশাসন কর্তৃপক্ষ গাজা উপত্যকার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে। কিন্তু ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ যদি তেল আবিবের হাতের ইশারায় কাজ করতে ব্যর্থ হয় তখনই ইসরায়েলের কঠোর পদক্ষেপের সম্মুখীন হয়। এর আগে সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের বিরুদ্ধেও একইরকম ব্যবস্থা নিয়েছিল ইসরায়েল।