News71.com
 International
 08 Aug 17, 10:11 AM
 205           
 0
 08 Aug 17, 10:11 AM

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন জঙ্গি সংগঠন লস্করনেতা হাফিজ সাঈদ

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন জঙ্গি সংগঠন লস্করনেতা হাফিজ সাঈদ

আন্তর্জাতিক ডেস্কঃ এবার দল গড়ে সরাসরি পাকিস্তানের প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখালেন লস্কর প্রধান হাফিজ সাঈদ। লস্করের শাখা সংগঠন জামাত-উল-দওয়াহা আদর্শকে পাথেয় করে মিল্লি মুসলিম লিগ পার্টি নামে একটি রাজনৈতিক দল শুরু করল সাঈদ এর সহযোগীরা। ২০০৮ সালে এই হাফিজ সাঈদের পরিকল্পনাতেই হামলা হয়েছিল ভারতের মুম্বাইয়ে। মৃত্যু হয়েছিল ১৬৬ জন মানুষের । তারমধ্যে বিদেশী নাগরিকের সংখ্যা ছিল উল্লেখযোগ্য।মুলত এরপর থেকেই আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়াতে শুরু করে ভারত।

জানা গেছে,ইতিমধ্যে পাক ইলেকশন কমিশনে সংগঠনের পক্ষে আবেদন পত্রও জমা দেওয়া হয়ে গেছে। এখন দল গঠনের সকল প্রস্তুতিও প্রায় শেষ হয়েছে । এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা। দলের মুখপাত্র তাবিশ কোয়াকম সাংবাদিকদের জানিয়েছেন,তাদের দাবি হাফিজকে গৃহবন্দী দশা থেখে মুক্তি দিতে হবে।একবার সাঈদ মুক্তি পেলেই তাকে দলের ইচ্ছামত পদ বেছে নিতে অনুরোধ করা হবে। কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল,পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে থাকতে পারেন হাফিজ সাঈদ। এখন তারই অনুগামীদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে সেই জল্পনাই সত্যি হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন