News71.com
 International
 07 Aug 17, 11:36 AM
 204           
 0
 07 Aug 17, 11:36 AM

নাইজেরিয়ার গির্জায় বন্দুক হামলা ।। নিহত ১১, আহত ২০    

নাইজেরিয়ার গির্জায় বন্দুক হামলা ।। নিহত ১১, আহত ২০      

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ নাইজেরিয়ায় এক গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন বলে জানাগেছে । এসময় আরো ২০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্য আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, ওনিটশা শহরের কাছাকাছি ওযুবুলু এলাকায় এক গির্জাতে সকালের প্রার্থনায় এ হামলা চালানো হয়। এ ব্যাপারে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মুখোশ পরা পাঁচ বন্দুকধারী গতকাল রবিবার স্থানীয় সময় ভোর ৬টা নাগাদ চার্চে ঢুকে এ হামলা চালায়। তবে দলগতভাবে নাকি একজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে। এদিকে পুলিশ বলছে,জাতিগত বিবেধের ফলে এ হামলা হয়। অন্যদিকে পুলিশের আরেকটি সূত্র জানাচ্ছে,মাদক বাণিজ্যের বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন