আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আজ সোমবার অজ্ঞাতপরিচয় এক জঙ্গি নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। তারা বলেন,জঙ্গিদের অবস্থানের কথা জানতে পেরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত রাতে সাম্বুরা গ্রামের চারপাশ থেকে ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। কর্মকর্তারা আরো বলেন,নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা তাদের লক্ষ্য করে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় এক জঙ্গি নিহত হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।